নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে হারের পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে সেই পরিবর্তন আসলো অবশেষে। একটি নয়, তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
যেখানে আলোচিত নাম সাব্বির রহমান ও এবাদত হোসেন। এর মধ্যে এশিয়া কাপে গুরুত্বপূর্ণ এক ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এবাদতের। ২৮ বছর বয়সী এই পেসার এর আগে ১৭টি টেস্ট ও ১টি ওয়ানডে খেললেও, কখনো টি-টোয়েন্টি খেলা হয়নি।
এবার দলের অনেকটা ক্রান্তিলগ্নে একাদশে সুযোগ পাচ্ছেন এবাদত। অভিষেকের আগে স্বীকৃত ক্রিকেটে ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবাদত। যেখানে ৭.৮২ ইকোনোমিতে শিকার করেছেন ৪২টি উইকেট।
এদিকে ৩ বছর পর বাংলাদেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। ডানহাতি এই হার্ড হিটার চমক হিসেবেই জায়গা পেয়েছিলেন এশিয়া কাপের দলে। দলে একে তো ইনজুরি সমস্যা। তার ওপর, টি-টোয়েন্টিতে মলিন পারফর্মেন্স। যেখানে বড় সমস্যা পাওয়ার হিটিং।
সেখানে সাব্বির রহমানের অতীতের কিছু পারফর্মেন্স এসেছে আলোচনায়। এর বাইরে সবচেয়ে বড় সিদ্ধান্ত আসে অধিনায়ক সাকিব আল হাসানের চাহিদা থেকে। সাকিবের চাওয়াতেই সাব্বির দলে ফিরেছেন। দলের ডাক পাওয়ার আগে সাব্বিরের পারফর্মেন্স বলতে ছিল ডিপিএলের সুপার লিগে। এরপর সেখান থেকে বাংলা টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দল হয়ে সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
৩০ বছর বয়সী সাব্বির ক্যারিয়ারে ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। ৪৩ ইনিংসে ৯৪৬ রান করেছেন সব মিলিয়ে। ১২০.৮১ স্ট্রাইক রেটের পাশাপাশি গড় ২৪.৮৯। হাঁকিয়েছেন ৪টি ফিফটি। সর্বোচ্চ স্কোর রয়েছে ৮০ রানের, এই শ্রীলঙ্কার বিপক্ষেই।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা