নিজস্ব প্রতিবেদকঃ ২৩তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে লিড নিলো সিলেট বিভাগীয় দল। লিগের প্রথম স্তরের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে গুঁটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। জবাব দিতে নামা রংপুর স্কোরবোর্ডে তুলে ২৬৬ রান।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সিলেটের তৃতীয় দিন শেষে লিড পেয়েছে ১০৫ রানের। অমিত হাসানের অপরাজিত ১৪৭ রানের সুবাদে লিড দাঁড় করাতে পেরেছে জাকির হাসানের দল। ১ উইকেটে ৩২ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করা সিলেট দিন শেষে স্কোর বোর্ডে জমা করেছে ৭ উইকেটে ২৫৮ রান। অমিতের দেড়শো ছুঁইছুঁই ইনিংসের পাশাপাশি ৩৩ রান এসেছে জাকের আলী অনিকের ব্যাট থেকে। শেনাজ আহমেদ করেছেন ২৮ রান।
রংপুরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও রবিউল হক।
বুধবার ম্যাচের চতুর্থ দিন লিড বাড়ানোর দায়িত্ব অমিত ও রেজাউর রহমান রাজা। অমিতকে সঙ্গ দেওয়া রাজা ৪ রানে অপরাজিত আছেন। ৩২১ বল খেলে ১৪৭* রান করেছেন অমিত। ১৬ চারে এই ইনিংস সাজিয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০