স্পোর্টস ডেস্ক:: আইপিএলের ইতিহাসে অরেঞ্জ ও পার্পল ক্যাপ যারা জিতেছেন, তারাই ফাইনাল হেরেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ষোলোতম আসরেও বদলালো এই ইতিহাস।
গুজরাট টাইটান্সে ব্যাটার শুভমান গিল জিতেছেন অরেঞ্জ ক্যাপ। টাইটান্সের বোলার মোহাম্মদ শামি সর্বোচ্চ উইকেট নিয়ে জিতেছেন পার্পল ক্যাপ। দু’জনের দল গুজরাট টাইটান্স তাই হেরেছে ফাইনাল। শ্বাসরুদ্ধকর রোমাঞ্চকর এক ফাইনাল শেষে ৫ উইকেটে টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।
২০১৩ সালের আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ জিতেন চেন্নাই সুপার কিংসের দু’জন। সর্বোচ্চ রান সংগ্রহ করে ব্যাটার মাইক হাসি ও সর্বাধিক উইকেট শিকার করে বোলার ডোয়াইন ব্রাভো জিতে নেন এই পুরস্কারগুলো। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় চেন্নাইকে।
২০২২ সালেও একই দশা। তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজস্থানের ক্রিকেটাররা জিতেন অরেঞ্জ ও পার্পল ক্যাপ। ব্যঅট হাতে রাজস্থানের জস বাটলার সর্বোচ্চ রান সংগ্রহ করে, বল হাতে যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ উইকেট শিকার করে ক্যাপগুলো নিজেদের করে নেন। গুজরাট টাইটন্সের কাছে তাই ফাইনাল হারতে হয় তাদেরকে।
এবারো একই ঘটনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের দু’জন ক্রিকেটার জিতেন এই দুই ক্যাপ। চেেন্নাইয়ের কাছেও তাই হারতে হলো ফাইনাল। শুভমান গিল সর্বোচ্চ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ, মোহাম্মদ শামি সর্বাধিক উইকেট শিকার করে জিতেন পার্পল ক্যাপ। ফলাফল শেষ বলের বাউন্ডারিতে গুজরাটের ৫ উইকেটের হার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০