অর্ধশতক করে ফিরে গেলেন রাজিন, সিলেটের সংগ্রহ ১৭৩

0
35

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে ফতুল্লায় টস হেরে চট্টগ্রামের বিপক্ষে ব্যাট করছে সিলেট। ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনাররা তেমন সুবিধা করতে পারেননি। দলীয় ১৮ রানে তান্না ৪ রানে, দলীয় ৩৯ রানে সিয়াম আলম ২৭ রানে আউট হয়ে যান। এরপর জাকির আলম ৩২ রানে ফিরে যান সাজঘরে।

সিলেটের হয়ে ব্যাটিংয়ে নেমে অর্ধশতক আদায় করে নেন রাজিন সালেহ। দলীয় ১৫৫ রানে ১২৫ বলে ৫০ রান পূর্ণ করেন রাজিন সালেহ। এরপর মাত্র এক রান সংগ্রহ করেই ইফতেখার সাজ্জাদের বলে ক্যাচ আউট হয়ে যান যান তিনি।

৫৯ ওভার পর্যন্ত সংগ্রহ করেছে ১৭৩ রান। ব্যাটিংয়ে আছেন অলক কাপালী ও রুমান আহমদ। অলক ৩৭ ও রুমান ১১ রানে ব্যাটিংয়ে আছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here