স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ও ভারত। জোহানেসবার্গে সেই ম্যাচে ভারতের সামনে পাত্তায়ই পায়নি প্রোটিয়ারা। অর্ষদীপ সিং, আভেশ খানদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতে অভিষিক্ত সাই সুদর্শন ও শ্রেয়াস আইয়ারের জোড়া ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মেন ইন ব্লু’রা। এই জয়ে সিরিজে ১-০’তে লিড নিল ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রানে দুই উইকেট হারিয়ে বসে দল। এরপর ৩৯ রানের জুটি গড়ে দলকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করেন টনি ডে জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম। এই জুটি ভাঙতেই একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
২ উইকেটে ৪১ রান থেকে ৭৩ রানে নেই ৮ উইকেট। সেখান থেকে কোনোমতে অ্যান্ডিলে ফেহেলুকাইয়োর ব্যাটে ভর করে দলীয় রান ১০০ পার করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১১৬ রানে গুঁটিয়ে যায় দলটির ইনিংস। ফেহেলুকাইয়ো সর্বোচ্চ ৩৩ রান করেন দলের পক্ষে। ২৮ রান আসে ওপেনার টনির ব্যাট থেকে। এর বাইরে বলার মতো রান করতে পারেননি আর কেউই। হেনড্রিকস, ডুসেন, মার্করাম, ক্লাসেন, মিলাররা ব্যর্থ হয়েছেন।
ভারতের হয়ে ৩৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার দেখেছেন আর্ষদীপ সিং। আভেশ খান ৪টি উইকেট লাভ করেন।
১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে আগ্রাসী ভারত। তবে চতুর্থ ওভারে ২৩ রানে ভাঙে দলটির উদ্বোধনী জুটি। ঋতুরাজ গায়কোয়াদ ৫ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর ৭৭ রানের দারুণ জুটি গড়েন আরেক ওপেনার সুদর্শন ও টপ অর্ডারে নামা শ্রেয়াস আইয়ার। ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫২ রান করে আইয়ার আউট হলে সেই জুটি ভাঙে।
তবে দলকে একেবারে জিতিয়েই মাঠ ছাড়েন সুদর্শন। আর কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৭ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত। নিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ৪৩ বলে ৯ বাউন্ডারিতে ৫৫ রান করে অপরাজিত থাকেন সুদর্শন। ১ রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post