নিজস্ব প্রতিবেদকঃ আগের দিনই অনুমান করা যাচ্ছিল। তৃতীয় দিন সকালে এসে সেটা পূর্ণতা পেলো। চট্টগ্রামে ভারতের ৪০৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৮ উইকেটে ১১৩ রান তুলেছিল। সেখান থেকে আজ সকালে মেহেদী হাসান মিরাজ লড়াই করেন। তবে দেড়শর বেশি করতে পারেনি দল।
সকালে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা বেশ ভালোই হয়। এবাদতকে সাথে নিয়ে লড়ছিলেন মিরাজ। তবে দলীয় ১৪৪ রানে গিয়ে ভাঙে দুজনের জুটি। এবাদতকে ফিরিয়ে নবম উইকেটে তাদের ৪২ রানের লড়াকু জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৩৭ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এবাদত।
তার ফিরে যাওয়ার পর বেশি সময় উইকেটে টিকতে পারেননি মিরাজও। দলীয় ১৫০ রান পূরণ হতেই অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিংয়ের শিকার হন। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মিরাজ করেন ৮২ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৫ রান। এর আগে দ্বিতীয় দিন বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। লিটন দাস ২৪ ও জাকির হাসান ২০ রান করেন।
ভারতের হয়ে ৪০ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন কুলদীপ যাদব। ক্যারিয়ারে তৃতীয়বার টেস্টে পাঁচ উইকেট পেলেও, এক ইনিংসে সেরা বোলিং ফিগার এটিই। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩টি, উমেশ যাদব ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট লাভ করেন।
ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ দল। তবুও দ্বিতীয় ইনিংসে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত দল। ২৫৪ রানের লিড পেয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে সফরকারীরা। ১২ ওভার শেষে দলটির সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। অধিনায়ক লোকেশ রাহুল ১২ ও আরেক ওপেনার শুভমান গিল ১৫ রান করে অপরাজিত আছেন। ইতিমধ্যে লিড দাঁড়িয়েছে ২৮২ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা