নিজস্ব প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। দেশী-বিদেশী তারকাদের যেমন মিলন মেলা, তেমনি দেশের সবগুলো বিভাগীয় শহর বা অঞ্চলের ক্রিকেট প্রেমীরা এই ক’টা দিন মেতে উঠেন উৎসবের আমেজে।
দেশের চারিদিকে বয়ে যায় ক্রিকেট উৎসব। চার-ছক্কার ধুমধারাক্কার ক্রিকেটে বুঁদ থাকেন ক্রিকেট প্রেমীরা। কিন্তুু এই উৎসবে থেকেও যেনো নেই সিলেটের ক্রিকেট প্রেমীরা।
কুমিল্লা বিভাগীয় শহর না হলেও তাদেরও রয়েছে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি। আছে অন্যসব বিভাগীয় শহরের ফ্র্যাঞ্চাইজি। অথচ নেই কেবল সিলেট শহরের। দেশের সব অঞ্চলের ক্রিকেট প্রেমীরা নিজেদের ফ্র্যাঞ্চাইজি সমর্থন করছেন, মেতে উঠছেন ক্রিকেট উৎসবে সেখানে কেবল দর্শকই থাকতে হচ্ছে সিলেটের ক্রিকেট প্রেমীদের। বিপিএলের ভেন্যু তালিকায়ও সুযোগ হয়নি সিলেটের।
যেমন দল নেই বিপিএলে, তেমিন বিপিএলে সিলেটের তেমন কোন খেলোয়াড়ের অংশ গ্রহণ নেই। বিভাগীয় এই শহর থেকে মাত্র ৬ জন ক্রিকেটার বিপিএলে দল পেয়েছেন। এই যা প্রাপ্তি সিলেটের ক্রিকেট প্রেমীদের।
দল পাওয়া ৬ জনের সবারই একাদশে থাকার সুযোগ হচ্ছে না। যারা সুযোগ পাচ্ছেন তাদের দিকেই চেয়ে সিলেটের ক্রিকেট প্রেমীরা।
বিপিএলে সিলেটের সবচেয়ে ‘পরীক্ষিত’ ও অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালী। বিপিএলে গত আসরে কুমিল্লা জয়ের নায়ক ছিলেন তিনি। এবার যোগ দিয়েছেন খুলনা টাইটান্সে। তার দিকেই চেয়ে আছেন সিলেটের ক্রিকেট প্রেমীরা।
সিলেটের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অলক ব্যাট হাতে মাঠ মাতাবেন, নজড় কাড়া পারফরম্যান্স করবেন উৎসবে মেতে উঠবেন সিলেটের দর্শকরা।
এরই মধ্যে বিপিএলে অলক কাপালী নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছেন। খুলনা টাইটান্সের হয়ে মাঠে নেমে রাজশাহী কিংসের বিপক্ষে তেমন কিছু করতে পারেননি অলক কাপালী। ব্যাট হাতে ১৭ বলে মাত্র ১১ রান করেছেন। বল হাতেও ছিলেন নিজের ছাঁয়া। ১ ওভার বল করে থেকেছেন উইকেট শুন্য, দিয়েছেন ১২ রান।
আজ আবারো মাঠে নামছে অলকের খুলনা টাইটান্স। দিনের একমাত্র সন্ধ্যা ৭টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা। একাদশেতো থাকবেন অলক। তাই সিলেট ক্রিকেট প্রেমীরা চেয়েছেন অলকের দিকে। তিনি হয়তো পারফর্ম করবেন, ভুলিয়ে দেবেন বিপিএলের ভেন্যু না পাওয়ার কষ্ট, দল না থাকার লজ্জ্বা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০