স্পোর্টস ডেস্কঃ আফ্রিকার ‘অ্যাটলাস লায়ন’ হিসেবে খ্যাত মরক্কো নিশ্চিত করেছে অলিম্পিক ফুটবলের সেমিফাইনাল। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তারা। দলের হয়ে গোলগুলো করেছেন সোফিয়ান রাহিমি, ইলিয়াস আখোমাখ, আশরাফ হাকিমি ও মেহদি মাওহোব। এ জয়ে প্রথমবারের মতো অলিম্পিকের সেমিফাইনালের টিকিটও পেল মরক্কো।
২৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন সোফিয়ান। এরপর গোল পেয়েছেন ইলিয়াস, আশরাফ ও মেহদি । ৯০ মিনিটে মেহদির গোলটি পেনাল্টি থেকে। সেমিফাইনালে আগামী ৫ আগস্ট জাপান-স্পেন ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে মরক্কো। এদিকে ১৯৬৪ সালে অলিম্পিক ফুটবলে অভিষেক হওয়ার পর মরক্কো মাত্র একবার গ্রুপ পর্ব টপকাতে পেরেছিল ১৯৭২ সালে। দীর্ঘ ৫২ বছর পর প্যারিস অলিম্পিকে গ্রুপপর্ব টপকে উঠেছিল কোয়ার্টার ফাইনালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post