অলিম্পিকে আর্জেন্টিনাকে স্বর্ণ জেতানো কোচ এখন উরুগুয়ের দায়িত্বে

0
58

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন কাজ করার পর অস্কার তাবারেজ উরুগুয়ের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ২০২১ সালের ডিসেম্বরে ডিয়েগো আলোনসোর হাতে কোচের দায়িত্ব তুলে দেয় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। আলোনসোর অধীনেই গত বছর কাতার বিশ্বকাপে খেলে উরুগুয়ে। যদিও লুইস সুয়ারেজরা গ্রুপ পর্ব পার হতে পারেনি তাঁর অধীনে।

বিশ্বকাপ শেষ হতেই উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন আলোনসো। পরবর্তী কোচ হিসেবে আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসার নাম শোনা যায়। তবে শুরুতে প্রস্তাবে রাজি ছিলেন না আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই কোচ। শেষ পর্যন্ত এই অভিজ্ঞ আর্জেন্টাইন কোচকে রাজি করাতে পেরেছে এইউএফ। আগামী জুনে বিয়েসলার অধীনে মাঠে নামবে উরুগুয়ে।

১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন বিয়েসলা। ২০০২ বিশ্বকাপে তার দল গ্রুপ পর্বে বিদায় নেয়। তবে ২০০৪ সালে আর্জেন্টিনাকে অলিম্পিকে স্বর্ণ জেতান তিনি। ক্লাব ফুটবলেও বেশ নামডাক তাঁর। প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডকে শীর্ষ লিগে ফেরান তিনি। বিয়েসলাকে বলা হয় ‘কোচদের কোচ’। প্রিমিয়ার লিগ ছাড়াও তিনি কাজ করেছেন লা লিগার ক্লাবে।

স্পেনের ক্লাব এস্পানিওল, অ্যাথলেটিকো বিলবাও ছাড়াও বিয়েসলা ফ্রান্সের মার্সেই-লিলের দায়িদ্ব পালন করেছেন। ২০০৭-২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন এই আর্জেন্টাইন। এবার তিনি সামলাবেন লাতিন আমেরিকার আরেক দেশ উরুগুয়ের দায়িত্ব। দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগের ক্লাব লিডসের নতুন রূপকথার নায়ক ছিলেন বিয়েসলা। যদিও প্রিমিয়ার লিগে ফেরা এই দলটি সেভাবে দ্যুতি ছড়াতে পারে নি তাঁর অধীনে। ফলে চাকরি হারাতে হয়েছিল তাঁকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here