অলিম্পিকে ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত শচিন

0
16

স্পোর্টস ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে অলিম্পিক গেমসে যুক্ত হলো ক্রিকেট ইভেন্ট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক আয়োজন হবে ক্রিকেট। ১২৮ বছর পর এই ইভেন্ট মাঠে গড়াবে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে।

আজ সোমবার (১৬ অক্টোবর) ক্রিকেট ইভেন্ট যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক। মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক বৈঠক শেষে ক্রিকেটকে আবারও ফেরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।অলিম্পিকে এর আগে একবারই ক্রিকেট আয়োজিত হয়েছে। ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যেতে পারে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়।

এদিকে অলিম্পিকে ক্রিকেটকে স্বাগত জানান সাবেক ভারতীয় তারকা ব্যাটার শচিন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘এক শতকেরও বেশি সময় ধরে অপেক্ষার পর আমাদের সবার প্রিয় খেলা ক্রিকেট ফিরে আসছে @এলএ২৮ অলিম্পিক আসরে। ক্রিকেটের জন্য এটি নতুন যুগের সূচনা করবে।এই অন্তর্ভুক্তির মাধ্যমে উঠতি দেশগুলোর ক্রিকেটাররা সুবর্ণ সুযোগের অংশী হবে। আর এই ঘটনা সত্যিকার অর্থেই বিশেষ কিছু।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here