স্পোর্টস ডেস্কঃ অলিম্পিকসে মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্র্রোক সাঁতারের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিওন। অলিম্পিক নতুন রেকর্ড গড়েছেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মিসি ফ্রাঙ্কলিনের গড়া ২ মিনিট ৪.৬ সেকেন্ডের রেকর্ড ম্যাকিওন ভেঙেছেন ২ মিনিট ৩.৭৩ সেকেন্ডে।
ম্যাককিওন অবশ্য নিজের গড়া বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি। ২০২৩ সালে সিডনিতে ২ মিনিট ০৩ দশমিক ১৪ সেকেন্ড নিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। চলতি আসরে এ নিয়ে দ্বিতীয় সোনার পদক জিতলেন ম্যাককিওন। এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও বাজিমাত করেছিলেন ২৩ বছর বয়সী এই সাঁতারু। যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ (২ মিনিট ০৪ দশমিক ২৬ সেকেন্ড) রুপা ও কানাডার কাইল মেসে (২ মিনিট ০৫ দশমিক ৫৭ সেকেন্ড) পেয়েছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post