স্পোর্টস ডেস্কঃ ইউক্রেনকে ২-০ গোলে উড়িয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ‘এ’ গ্রুপ থেকে পূর্ণাঙ্গ ৯ পয়েন্ট নিয়ে থিয়েরি অঁরির শিষ্যরা নিশ্চিত করেছে শেষ আট। তাই সমীকরণ অনুযায়ী গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ফ্রান্স এবং গ্রুপ ‘বি’ রানার-আপ আর্জেন্টিনা একে অপরের মোকাবিলা করবে কোয়ার্টার ফাইনালে। যার সুবাদে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পর আরও একবার ফ্রান্স-আর্জেন্টিনার দেখা হতে যাচ্ছে অলিম্পিক ফুটবলের বড় মঞ্চে।
আগামী শুক্রবার রাতে বোর্দোয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এর আগে মার্শেইয়ে গতকাল রাতে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। লিওঁতে এর আগে আর্জেন্টিনা ইউক্রেনকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে। এদিকে গত রাতে ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা-ইউক্রেন দুই দলই ছন্দহীন ফুটবল উপহার দেয়। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পায় তারা। এরপর আক্রমণে ইউক্রেন আধিপত্য দেখালেও শেষ দিকে উল্টো হজম করলো আরেকটি গোল। তাতে স্বস্তির জয়ে শেষ আটের টিকিট কাটে দুইবারের সোনাজয়ীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post