স্পোর্টস ডেস্ক:: সুপার লিগে দারুণ এক জয় পেতে পারতো আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডকে প্রায় হারিয়ে দিচ্ছিলো দলটি। লড়াই করেও শেষ পর্যন্ত ১০ পয়েন্ট হাত ছাড়া করতে হলো আইরিশদের। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে এক বল হাতে রেখে এক উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।
আগে ব্যাট করা আয়ারল্যান্ড হ্যারি ট্যাক্টরের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০০ রানের বড় সংগ্রহ পেয়ে যায়। ৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ব্রেসওয়েলের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ উইকেটে জিতেছে এক বল হাতে রেখে।
ডাবলিনে টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড হ্যারি ট্যাক্টর, ক্যাম্পার ও ম্যাব্রেইনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ৩০০ রান তুলে ফেলে। সেঞ্চুরিয়ান ট্যাক্টর ১১৭ বলে ১১৩ রান করেছেন। ১৪ চার ও ৩৬ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন ক্রুটিস ক্যাম্পার। অধিনায়ক অ্যান্ড্রি ম্যাব্রেইন করেন ৩৯ রান। এছাড়াও ১৯ বলে ৩০ রান করেছেন সিমি সিং।
৩০১ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড প্রায় হারতে বসেছিলো। শেষ ওভারে ২০ রান তুলে দলকে জয় এনে দেন ব্রেসওয়েলে। ৮২ বলে ১২৭ রান করে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তিনি। ১০ চার ও৭ ৭ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। এছাড়াও ওপেনার মার্টিন গাপটিল করেন ৫১ রান। ৩৮ রান করেন ফিলিপস। ২৫ রান আসে ইশ সোদীর ব্যাট থেকে। শেষ উইকেটে শেষ ওভারে শেষ বলের আগে জয় নিশ্চিত করেন ব্রেসওয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০