অল্পের জন্য ফ্লোরিডায় সড়ক দূর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

0
110

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি আমেরিকার ট্রাফিক পুলিশের সঙ্কেত বুঝতে পারেননি। তাতেই দূর্ঘটনার মুখে পড়েছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। দিন কয়েক আগে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি।

মায়ামিতে যোগ দেওয়া মেসি ফ্লোরিডায় পৌঁছেও গেছেন। সেখানে মার্কেট করে, ঘুরে সময় কাটাচ্ছেন তিনি। রোববারই মায়ামি তাদের সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেবে এই তারকার। তার আগেই দূর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন তিনি।

ফ্লোরিডার একটি শপিংমলে শপিং করে বাসায় ফিরছিলেন মেসি। ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি স্থানীয় ট্রাফিক পুলিশের সঙ্কেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও মেসির গাড়ী থামেনি, এগিয়ে যায় সামনে। এসময় সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ী আসছিল দ্রুত গতিতে।

আর্জেন্টিনা অধিনায়কের পক্ষে ভাগ্য সহায় ছিলো। যার কারণে সামনের গাড়িগুলো বিষয়টি বুঝতে পারে। তারা দ্রুত গতি কমিয়ে দেওয়ার ফলে কোনো দূর্ঘটনা ঘটেনি। স্থানীয় পুলিশ দৌড়ে গিয়ে ঘিরে ফেলে মেসির গাড়ী। এরপর পুলিশের সদস্যরা মায়ামির তারকাকে নিরাপদে বাসায় পৌঁছে দেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here