অল্পের জন্য লঙ্কান কুমার সাঙ্গাকারা, জয়াবর্ধনের ৬২৪ রানের জুটি ভাঙতে পারলেন না ভারতীয় ক্রিকেটার

0
26

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে ১ম শ্রীলঙ্কান দুই লিজডেন্ডস কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনের ৬২৪ রানের জুটিটি আজো ক্রিকেট ইতিহাসে সবার উপরে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই রেকর্ডটি ভাঙার খুব কাছে গিয়ে ফিরে আসতো দুই ভারতীয় ক্রিকেটারকে।

ভারতর অঙ্কিত বাওয়ানি-স্বপ্নিল গুগালে জুটির ৫৯৪ রানেই ইনিংস ঘোষণা করায় হাতছাড়া হলো প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ জুটি রেকর্ড।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয় কোন উইকেট জুটিতে ৬২৪ রানের রেকর্ড গড়েছিলেন শ্রীলংকার দুই কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। তৃতীয় উইকেটে গড়া ওই জুটিটাই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড়। দ্বিতীয় স্থানে থাকলো গুগালে-বাওয়ানির গড়া এই রেকর্ডটি।

ভারতের রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে ৪১ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর জুটি বাধেন গুগালে এবং বাওয়ানি। টানা দুদিন ব্যাট করে ৬৩৫ রান করার পর ইনিংস ঘোষণা করে দেন স্বপ্নিল গুগালে। ৩৫১ রানে গুগালে এবং ২৫৮ রানে অপরাজিত ছিলেন বাওয়ানি।

মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা। ছবি: সংগৃহীত

তবে মাহেলা-সাঙ্গাকারার জুটির রেকর্ড না ভাঙলেও ৭০ বছরের আরেকটি রেকর্ড ঠিকই ভেঙেছেন স্বপ্নিল এবং অঙ্কিত। ১৯৪৬/৪৭ সালে বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে এবং গুল মোহাম্মদ মিলে গড়েছিলেন ৫৭৭ রানের জুটি। ৭০ বছর ধরে টিকেছিল এই রেকর্ডটি। অবশেষে সেটিকেই ভেঙে দিলেন গুগালে-বাওয়ানি।

৫৪০ রান করার পরই অবশ্য রঞ্জির তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েন মহারাষ্ট্রের এই দুই ব্যাটসম্যান। ২০১২ সালে সাগর জোগিয়ানি এবং রবীন্দ্র জাদেজা মিলে গড়েছিলেন ৫৩৯ রানের জুটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here