স্পোর্টস ডেস্কঃ রাঁচিতে আগের দিন ইংল্যান্ড দাপট দেখালেও, পরের দিন পাশার দান ঠিক উল্টো। ভারতের স্পিন বিষে নীল হয়েছে ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে অল্পতেই অলআউট হয়ে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকদের। আর এতেই জয়ের বাতাস পাচ্ছে ভারত।
ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২১৯ রান নিয়ে পার করে ভারত। লোয়ার অর্ডারে বেশ ভালো লড়াই করে শেষ পর্যন্ত ৩০৭ রানে অলআউট হয় মেন ইন ব্লু’রা। ধ্রুব জুরেল ৯০ রানের ইনিংস খেলেন সর্বোচ্চ। ১৪৯ বলের সেই ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে। এছাড়া যশস্বী জয়সওয়াল ৭৩ রানের ইনিংস খেলেন।
ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির ১১৯ রান খরচায় ৫ উইকেট নেন। টম হার্টলি ৩ উইকেট লাভ করেন।
৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। তবে দলটি খুব একটা সুবিধা করতে পারেনি। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের স্পিন বিষে নীল হয় দলটি। যার ফলে ৫৩.৫ ওভারে মাত্র ১৪৫ রানে গুঁটিয়ে যায় ইংলিশদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার জ্যাক ক্রাউলি। ৩০ রান করেন জনি বেয়ারস্টো।
ভারতের হয়ে অশ্বিন ৫১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। মাত্র ২২ রানে ৪ উইকেট নেন কুলদীপ।
ইংল্যান্ড অল্পতেই গুঁটিয়ে যাওয়ায়, ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। আর সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রানে দিন পার করেছে স্বাগতিকরা। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ২৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত শর্মা। আরেক ওপেনার জয়সওয়াল অপরাজিত আছেন ১৬ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post