অসম্ভবকে সম্ভব করতে ব্যাটিংয়ে আফগানরা

0
60

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের সেমিফাইনালে আগেই জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। ম্যাচটি জিতলেও শেষ চারে খেলার সম্ভাবনা নেই আফগানদের। আহমেদাবাদে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। এদিন কয়েন ভাগ্য পাশে পেয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক।

সেমিফাইনালে উঠতে হলে প্রোটিয়াদের ৪৩৮ রানে হারাতে হবে আফগানদের, যা প্রায় অসম্ভব। তবে সেমিফাইনালে না খেলতে পারলেও ইতোমধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে ফেলেছে আফগানরা। আজ আরেকটা অঘটন ঘটাতে পারলে সেরা ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে রশিদ খান-মোহাম্মদ নবিদের।

আফগানিস্তান একাদশ- রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নূর আহমদ ও নবীন-উল হক।

দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here