স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের খোঁজে মরিয়া ফ্রান্স আবারো ড্র করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার রাতে স্বাগতিকদের বিপক্ষে ফরাসিদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের লড়াইয়ে কোণঠাসা দলকে উদ্ধার করলেন কিলিয়ান এমবাপে।
অসাধারণ এক গোলে এমবাপে ফ্রান্সকে এনে দিলেন মূল্যবান একটি পয়েন্ট। আন্দ্রেয়াস ভাইমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর বদলি নেমে সমতা টানেন এই পিএসজি তারকা। এই ড্র’র ফলে পয়েন্ট টেবিলে অবনমন হয়েছে দিদিয়ের দেশমের দলের। চার দলের গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে তারা।
অস্ট্রিয়ানরা এগিয়ে যায় ৩৭ মিনিটে। কনরাড লাইমারের পাস থেকে গোলটি করেন আন্দ্রেয়াস ভাইমান। হারতে বসা ফরাসী কোচ আক্রমণের ধার বাড়াতে ৬৩তম মিনিটে অ্যান্থনিও গ্রিজমানকে তুলে এমবাপেকে নামান। তিনি কোচের আস্থার প্রতিদান দেন ৮৩তম মিনিটে। ক্রিস্টোফার এনকুকুর সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ এক শটে গোল করেন এমবাপে। তাতেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।