স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের সাবেক গোলরক্ষক মহসিনের চিকিৎসার ব্যবস্থার ঘোষণা দিয়ে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ডের সভাপতির পরপরই এবার তাকে সাহায্যের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
জাতীয় দলের সাবেক এই ফুটবলারকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাহায্যের ঘোষণা দেওয়ার পরপরই সমালোচনা শুরু হয়। এরপরই বাফুফে বস সহযোগিতার ঘোষণা দেন।
তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ফেডারেশনের পক্ষ থেকে সাহায্যের কোনো সুযোগ নেই। ফিফা ও এএফসি যে ফান্ডে টাকা দেয়, সেখান থেকে দেওয়ার কিছু নেই। তাই তিনি নিজে তার ব্যক্তিগত পক্ষ থেকে সাহায্য দিচ্ছেন।
ইতিমধ্যে মহসিনকে ১ লাখ টাকা আর্থিক সাহায্য করেছেন তিনি। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মহসিনকে এক লাখ টাকা আজই দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া প্রতিমাসে তাকে ৫০ হাজার টাকা করে দেবো। তবে বাফুফে থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমি নিজের থেকেই দিচ্ছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post