স্পোর্টস ডেস্কঃ দাপুটে জয়ে ঘরের মাঠে বিশ্বকাপ শুরু করল ভারত। রোববার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। চেন্নাইয়ে ভারতের জয় ৬ উইকেটে। অজিদের করা ১৯৯ রানের জবাবে ফিফটি হাঁকিয়েছেন বিরাট কোহলি-লোকেশ রাহুল। তাতে বড় জয় দিয়ে আসর শুরু করল রোহিত শর্মার দল।
রান তাড়া করতে নেমে অজি পেসার জস হ্যাজেলউড ও মিশেল স্টার্ক তোপে মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। একে একে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ভারতের টপ অর্ডারের রোহিত শর্মা, ইশান কিষাণ ও শ্রেয়াস আয়ার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে ওই বিপর্যয়ে ভরসা দেন তিনে নামা বিরাট কোহলি ও পাঁচে নামা কেএল রাহুল। তারা ১৬৫ রানের জুটি দিয়ে ম্যাচ নাগালে নিয়ে আসেন।
শুরুতে জীবন পাওয়া কোহলি খেলেন ১১৬ বলে ৪ চারে ৮৫ রানের ইনিংস। ম্যাচ শেষ করা আসা রাহুল করেন ১১৫ বলে ৯৭ রান। তার ব্যাট থেকে আসে ৮ চার ও ২ ছক্কা। ভারত ৫২ বল হাতে থাকতে তুলে নেয় জয়। শেষ দিকে হার্দিক পান্ডিয়া নেমে ৮ বলে ১১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ৩টি ও স্টার্ক ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন স্টিভ স্মিথ। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫২ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post