নিজস্ব প্রতিবেদক:: বিশ্বকাপের সুপার এইটে ‘বি’ গ্রুপ বেশ জমিয়ে তুললো আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানরা। গুলবাদিনের পেস আগুনে পুড়ে ছারখার হলো অজিরা।
আফগানিস্তানের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি মিচেল মার্শের দল। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৭ রান তুলতে পেরেছে দলটি। ২১ রানের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রশিদ খানের দল।
সেন্টভিনসেন্টে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের ব্যাটে শাসন করে অজি বোলারদের। দু’জনে মিলে উদ্বোধনী জুটিতেই তুলে নেন ১১৮ রান। ১৬তম ওভারের পঞ্চম বলে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করা রহমানুল্লাহ গুরবাজের বিদায় ভাঙে তাদের জুটি। চারটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৬০ রান করেন এই ওপেনার।
আফগান আরেক ওপেনার ইব্রাহিম জর্দানও হাফ সেঞ্চুরি করেন। ছয় চারে ৪৮ বলে ৫১ রান করেন তিনি। করিম জান্নাতের ১৩ ও মোহাম্মদ নবীর ১০ রানে আফগানরা ৬ উইকেটে ১৪৮ রানে থামে।
অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্ট ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট লাভ করেন।
১৪৯ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়া গুলবাদিনের পেস আগুনে পুড়ে ১৯.২ ওভারে ১২৭ রানে থামে। ব্যাট হাতে ম্যাক্সওয়েল লড়াই করলেও গুলবাদিনের কাছে তিনিও শেষ পর্যন্ত পরাস্ত হন। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন ৪১ বলে ছয় চার ও তিন ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক মিচেল মার্শ। ১১ রান করেন প্যাট কামিন্স। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
আফগানিস্তানের হয়ে ম্যাচসেরা গুলবাদিন নাইব ৪ ওভারে ২০ রানে ৪টি ও নাভিন ৪ ওভারেন ২০ রানে ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post