স্পোর্টস ডেস্কঃ ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শুধুমাত্র হতাশাই দেখা মিলছিল। তবে শেষ পর্যন্ত সফলতার মুখও দেখেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত বিভাগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে শনিবার অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ দলের হয়ে খেলেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।
এই জয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। একই ইভেন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে চীন। রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post