অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

    0
    68

    স্পোর্টস ডেস্ক:: ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের সঙ্গী হলো ইংল্যান্ড। এর আগের দুই বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংলিশ নারীরা এবার ফাইনাল নিশ্চিত করলো। । দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড নারী দল।

    ২০১৫ বিশ্বকাপ ও ২০১৯ বিশ্বকাপেও সেমিফাইনাল খেলে ইংল্যান্ড। তবে দু’বার শেষ চার থেকে বিদায় নেয় দলটি। আজ বুধবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অজিদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো ইংলিশরা।

    ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ মেয়েরা ফিফা র‍্যাঙ্কিংয়ের আছে ৩ নম্বরে। স্বাগতিক মেয়েদের বিপক্ষে ফেবারিতের মতোই খেলেছে। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে জিতেছে ৩-১ ব্যবধানে। পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি।

    এলা টুনের গোলে প্রথমার্ধেই লিড নেয় ইংল্যান্ড। ম্যাচের ৩৬তম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ইংলিশ মেয়েরা লিড ধরে রেখেই বিরতিতে যায়। স্বাগতিকরা বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি।

    বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে অজিরা। ৬৩তম মিনিটে স্যাম কেরের গোলে সমতায়ও ফেরে। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে ইংল্যান্ড আবারো লিড নেয় মিনিট আটেক পরেই। ৭১তম মিনিটে লরেন হেম্প দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। ম্যাচের শেষ দিকে অজিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যালেসিয়া রুশোর। ৮৬তম মিনিটে তার গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

    আগামি রোববার শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালেও একই ব্যবধানে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ মেয়েরা।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here