স্পোর্টস ডেস্কঃ আবারও পাঁচ সেটের লড়াইয়ে জিতে ফাইনালে জায়গা করেন নিলেন দানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আজ জয়ের হাসিতে ফাইনালে উঠলেন রুশ এই তারকা। প্রতিযোগিতার চলতি আসরে দ্বিতীয়বারের মতো প্রথম দুই সেট হারের পরও ম্যাচ জিতলেন তিনি।
মেদভেদেভের বিপক্ষে দারুণ লড়াই শেষে হারলেন আলেক্সান্দার জভেরেভ। ৫-৭, ৩-৬, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হেরে টানা পঞ্চমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন তিনি। এদিকে চলতি আসরে টানা দ্বিতীয়বার পাঁচ সেটের লড়াইয়ে জিতলেন মেদভেদেভ, প্রথম দুই সেটে হারের পরও ম্যাচ জিতলেন দ্বিতীয়বার।
এর আগে এটিপি ট্যুরে ১৮ বার মুখোমুখি হয়েছিলেন মেদভেদেভ ও জভেরেভ। কিন্তু গ্র্যান্ড স্লামে দুজনের দেখা হয়েছে আজই প্রথম। আর প্রথম দেখায় হাড্ডাহাড্ডি লড়াই করেছেন তারা। এদিকে ২০২১ সালের ইউএস ওপেন জয়ী মেদভেদেভ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সব মিলিয়ে পাঁচবার। শিরোপা লড়াইয়ে আগামী রোববার তাঁর প্রতিপক্ষ ইতালির ইয়ানিক সিনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post