স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ান ওপেন নতুন রানি পেয়েছে। মেয়েদের ফাইনালে আজ আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে সেরার আসনে বসেছেন ম্যাডিসন কিস। রুদ্ধশ্বাস ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন আরিনাকে হকিস হারিয়েছে ৬-৩, ২-৬, ৭-৫ গেমেঠ
যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস ১৪ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে সেরা হয়েছে। জিতলেন গ্র্যান্ড স্লাম একক। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াই শেষে কিসই স্বপ্নকে ছুঁয়েছেন। হ্যাটট্রিক গ্র্যান্ড স্লাম একক জেতা হলো না আরিনা সাবালেঙ্কার। সেমিফাইনালে ইগা সিওনতেককে হারিয়ে ফাইনালে ওঠে ছিলেন কিস।
জয়ের খুব কাছে ছিলেন টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান তিনি। কিসকে ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে স্বপ্নের হ্যাটট্রিক শিরোপার খুব কাছে ছিলেন। তবে শেষ পর্যন্ত আর পারেননি। কিসই অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০