স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজ সিরিজকে সামনে রেখে অনেক আগেই দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সেই দলে যুক্ত করা হয়েছে জিমি পেয়ারসনকে। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই খেলার জন্য বিবেচিত হবেন তিনি। মূলত বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে।
অ্যাশেজ সিরিজ চলাকালীন দল ছাড়েবন জস ইংলিশ। এসময় তার স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিবে। তাই নিজ দেশে ফিরে যাবে পিতৃত্বকালীন ছুটি নিয়ে। দ্বিতীয় ম্যাচের আগে তাই দলে যোগ দেবেন জিমি পেয়ারসন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার এবারই প্রথম ডাক পেয়েছেন জাতীয় দলে। সেটাও আবার অ্যাশেজ সিরিজের মতো দলে।
অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। কেননা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন পেয়ারসন। ২০২০-২১ মৌসুমের পর থেকে কুইন্সল্যান্ডের হয়ে ৩৭.১৩ গড়ে ১৩৩৭ রান করেছেন উইকেটরক্ষক এই ব্যাটার। পাঁচ সেঞ্চুরি হাঁকিয়েছেন এসময়। গেল বছরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সেখানেও দারুণ সেঞ্চুরি হাঁকান।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন, এবার ডাক পেলেন মূল দলে। দলে ডাক পেলেও, অভিষেক নিয়ে ধোঁয়াশা আছে। কেননা অজি দলের মূল উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। সেক্ষেত্রে পেয়ারসনের একাদশে জায়গা পাওয়া কঠিন।
আগামী ১৬ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এজবাস্টনে প্রথম টেস্ট দিয়ে পর্দা ওঠবে এবারের অ্যাশেজের। অ্যাশেজ শুরুর আগে ৭ জুন দ্য ওভালে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অজিরা।
অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রেভিস হেড, জস ইংলিশ, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও জিমি পেয়ারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post