অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নেসার

0
14

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন স্পেন্সার জনসন। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। চলমান ওয়ানডে সিরিজের দলে তাই ক্রিকেট অস্ট্রেলিয়া যুক্ত করেছে মাইকেল নেসারকে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

নেসার ২০১৮ সালে ইংল্যান্ড সফরে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। লিস্ট ‘এ’ তিনি ৬৩ ম্যাচে ৮০ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে বোলিং অলরাউন্ডার ৭৭৩ রান করেছেন। এদিকে দুই টেস্টে ৭ উইকেটও নিয়েছেন নেসার।

নেসারকে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে যুক্ত করা প্রসঙ্গে দেশটির নির্বাচক টনি ডোদেমেইড বলেন, ‘তিন সংস্করণেই সে একজন দুর্দান্ত ক্রিকেটার যে কিনা আমাদের একজন অতিরিক্ত পেস বোলিং অপশন বাড়াবে। সে সিরিজের বাকি অংশে দলের সঙ্গে থাকবে।’

কব্জির চোটের কারণে চলতি সিরিজে খেলা অনিশ্চিত পেসার প্যাট কামিন্সের। এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। এদিকে প্রথম ওয়ানডেতে কাগিসো রাবাদার বলে হেলমেটে আঘাত লাগায় মাঠ ছেড়েছিলেন ক্যামেরন গ্রিন। অন্তত ৮ দিনের জন্য ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে মার্নাস লাবুশানে বীরত্বে জয় পায় অজিরা। দারুণ ইনিংস খেলে দলকে সিরিজে এগিয়ে দেন এই ব্যাটার। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ মাঠে গড়াবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here