নিজস্ব প্রতিবেদকঃ শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দশম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটারদের নিয়ে হিমশিম খাচ্ছে। একইসাথে বেশ কয়েকটি বিদেশি লিগ চলায়, দলগুলোর সমস্যা আছে। তাই বিপিএলের পুরোটা জুড়েই দেখা যাবে বিদেশিদের আসা-যাওয়া, নতুন ক্রিকেটার দলে ভেড়ানো।
এর মাঝেই এবার নতুন বিদেশি ক্রিকেটার দল নিল দুর্দান্ত ঢাকা। টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাবেন অ্যালেক্স রস। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটারের এখনও জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে রসের।
এখন পর্যন্ত বিগ ব্যাশে ব্রিসবেন হিট, সিপিএলে জ্যামাইকা তালাওয়াশ, এলপিএলে ডাম্বুলা অউরার হয়ে খেলেছেন। সবশেষ বিগ ব্যাশে খেলেছেন সিডনি থান্ডারের হয়ে। এবার প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। দুর্দান্ত ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে দলের সাথে যোগ দিয়েছেন রস। সব ঠিক থাকলে, ঢাকার দ্বিতীয় ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলা অ্যালেক্স রসের নামের পাশে রয়েছে ৯৯ ইনিংসে ২০৯০ রান। এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট প্রায় ১২৭। হাঁকিয়েছেন ১০টি ফিফটি।
শুধুমাত্র অ্যালেক্স রসই নয়, দেশি একজন ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে দুর্দান্ত ঢাকা। এনামুল হক বিপিএল মাতাবেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ক্রিকেট ও ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। তবে বিপিএলে এবারই প্রথম খেলছেন ২৩ বছর বয়সী এনামুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post