স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগে ২০২৩-২৪ মৌসুমের গ্রীষ্মের ক্রিকেট সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আন্তর্জাতিক ক্রিকেটে দেশটি এসময় আতিথ্য দেবে পাকিস্তান ও উইন্ডিজের মতো দলকে। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
এবছর ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই ডিসেম্বরে পাকদের বিপক্ষে খেলতে নামবে অজিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। যেটি কিনা অনুষ্ঠিত হবে পার্থে। এরপর ২৬ ডিসেম্বর রীতি অনুযায়ী বক্সিং ডে টেস্ট খেলতে নামবে দুই দল। যেটি হবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি)।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হবে নতুন বছর ২০২৪’র শুরুতে। ৩ জানুয়ারি সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। যেটি কিনা অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ শেষে পাকিস্তান দল খুব বেশি সময় বিশ্রামের সুযোগ পাবে না।
কেননা জানুয়ারিতে এরপরই তাসমান সাগর পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডে গিয়ে খেলবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। ঘরের মাঠে পাকিস্তানকে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেই প্রস্তাবে রাজিও হয়েছে পিসিবি।
সব ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের সাথে দ্বীপাক্ষিক সিরিজ শুরু হবে। যদিও সিরিজের সূচি চূড়ান্ত হয়নি এখনও। তবে সূচি নিয়ে সম্প্রতি এনজেডসি একটি সভা করেছে। ফেব্রুয়ারিতে আবার নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে পাকিস্তান। তাই খূব বেশি সময়ও পাবে না কিউইরা। সব মিলিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির আগে পর্যন্ত সময় পাবে দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা