নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন বাংলাদেশের ফারিহা আক্তার তৃষ্ণা। মঙ্গলবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি দাঁড় করায় সফরকারীরা। ইনিংসের শেষ ওভারে এসে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন টাইগ্রেস বোলার তৃষ্ণা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি অ্যালিসা হিলি। দলটি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করে। অজিদের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন জর্জিয়া ওয়ারহ্যাম। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট নেন তৃষ্ণা। ২টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। তবে এই ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি মারুফা আক্তার, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, রাবেয়া খানরা। বিশেষ করে স্বর্ণা এক ওভারে দিয়েছেন ২০ রান।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দু’বার হ্যাটট্রিকের মাইলফলক অর্জন করেন তৃষ্ণা। এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান তিনি। তবে বাংলাদেশিদের মধ্যে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন, ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে। আজ ফারিহা ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ১২ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post