স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন হেটমায়ার। অজিদের বিপক্ষে সব ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
ব্রেন্ডন কিং ও শেরফানে রাদারফোর্ডও জায়গা পাননি ওয়ানডে দলে। শুধু মাত্র টি-২০ ফরম্যাটে রাখা হয়েছে তাদেরকে। শিমরন হেটমায়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলো ছড়ালেও জাতীয় দলের জার্সিতে প্রত্যাশা মেটাতে পারছেন না। এবার বাদ পড়লেন দুই ফরম্যাটের দল থেকেও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ২ ফেব্রুয়ারি। ৪ ও ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্টিত হবে। এরপর ৯ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের টি-২০ সিরিজ। ১১ ও ১৩ ফেব্রুয়ারি হবে সিরিজের শেষ দুই টি-২০।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ায় আমাদের ওয়ানডে দল প্রতিদ্বন্দ্বী হবে, এমনটা প্রত্যাশা করছি। আমাদের নতুন কিছু অন্তর্ভুক্তি আছে, যারা একটা বড় সময় ধরে মুগ্ধ করছে এবং কিছু খেলোয়াড় দলে ফিরেছে, যাদের আমরা মনে করছি প্রভাব রাখতে পারবে।’
টি-২০ বিশ্বকাপ বিবেচনায় দল হচ্ছে জানিয়ে ডেসমন্ড আরো বলেন, ‘ টি–২০ সিরিজের কথা বলতে গেলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমরা যেটার আয়োজক, তার প্রস্তুতির জন্য এই সংস্করণ গুরুত্বপূর্ণ। ভারত ও ইংল্যান্ড সিরিজের মতো আমরা শক্তিশালী পারফরম্যান্স আশা করছি, বড় টুর্নামেন্টের আগে উন্নতির ধারা বজায় রাখারও আশা করছি।’
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিচি কার্টি, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কিয়র্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ব্রান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশেন থমাস
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post