স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আজ মাঠে নামবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় খেলে আসা অস্ট্রেলিয়া। দুই দলের র্যাঙ্কিংয়ে আকাশ-পাতাল তফাত হলেও ভালো কিছুর আশায় মাঠে নামবে হাভিয়ের কাবরেরার দল।
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের পার্থক্য ১৫৬। ২০১৫ সালে এই বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগ মিলিয়ে ৯ গোল দিয়েছিল সকারুরা। তবে শেষ কয়েক মাসে ইতিবাচক ফুটবলের হাওয়া বাংলাদেশে। আর দলের উন্নতির ধারা শক্ত এই প্রতিপক্ষের সাথেও দেখতে চান বেঙ্গল টাইগারদের কোচ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ কাবরেরা। গোলরক্ষক মিতুল মারমার উপরই আস্থা রেখেছেন তিনি। একাদশে বড় কোনো চমক নেই। তবে সাময়িক নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা শেখ মোরসালিনকে আজ শুরুতে খেলাচ্ছেন না বাংলাদেশ কোচ।
বাংলাদেশ একাদশ- মিতুল মারমা, তারিক কাজি, হাসান মুরাদ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
Discussion about this post