অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৩ জনের দল চূড়ান্ত

0
622

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে। যেখানে তাদের অন্য প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। প্রথম ম্যাচ খেলতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে জামাল ভূঁইয়াদের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ৩০ জনের প্রাথমিক দল নিয়ে আবাসিক ক্যাম্প শুরু করেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখান থেকে ৭ জনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল নিয়ে মেলবোর্ন যাচ্ছে বেঙ্গল টাইগাররা। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন। নিষিদ্ধ ছিলেন তিনি নিয়ম ভেঙে। তবে এবার তাঁকে ফেরানো হলো জাতীয় দলে।

চারজন গোলরক্ষক ছিলেন প্রাথমিক দলে। সেখান থেকে বাদ পড়েছে মাহফুজ হাসান প্রীতম। বাদ পড়েছেন রক্ষণের দুই ফুটবলার রিয়াদুল হাসান ও আলমীর মোল্লা। মধ্যমাঠের চন্দন রায়কেও বিবেচনায় রাখা হয়নি। আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন দীপক রায়, আরমান ফয়সাল আকাশ, রহিম উদ্দিন। নেই মতিন মিয়াও। সবশেষ মালদ্বীপের বিপক্ষে দলে থাকলেও এবার অস্ট্রেলিয়া সফরে নেই এই ফরোয়ার্ড।

অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দল-

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ ।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও হাসান মুরাদ।
মিডফিল্ডার: সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মো. রিদয়, রবিউল হাসান, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন ও জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here