অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডময় এক ইনিংস দক্ষিণ আফ্রিকার

0
68

স্পোর্টস ডেস্কঃ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে প্রোটিয়াদের জয় ১৬৪ রানে। শুক্রবার সেঞ্চুরিয়নে স্বাগতিকদের ৪১৬ রানের জবাবে ২৫২ রানে থেমেছে অজিদের ইনিংস।

রেকর্ডময় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। বর্তমানে সিরিজের ফল ২-২। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া, তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরায় স্বাগতিকরা। আর যেখানে নায়ক প্রোটিয়া ব্যাটার হেইনরিখ ক্লাসেন।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ক্লাসেন। ১৩টি করে চার ও ছয়ে ৮৩ বলে ১৭৪ রান করেছেন তিনি। অন্য প্রান্তে ডেভিড মিলারও আবির্ভূত হয়েছিলেন তাঁর ‘কিলার’ রূপে! ৬টি চার ও ৫টি ছয়ে ৪৫ বলে তিনি করেছেন অপরাজিত ৮২ রান।

ক্লাসেন ওয়ানডে ফরম্যাটে তার ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে নাম লিখিয়েছেন একাধিক রেকর্ডে। ৫০ ওভারের ক্রিকেটে চতুর্থ দ্রুততম ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও ক্লাসেনের জুটিতে আসে ৯৪ বলে ২২২ রান। এই দুজন ওভারপ্রতি ১৪.৪৭ হারে রান তুলেছেন।

ওয়ানডে ইতিহাসে কমপক্ষে ২০০ রান উঠেছে, এমন জুটিতে ওভারপ্রতি সবচেয়ে বেশি রানের রেকর্ড ক্লাসেন-মিলার জুটির। এর আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ইংল্যান্ডের জস বাটলার ও ইয়ন মরগানের ১০.০৩ (২০৪ রান)। এদিকে ক্লাসেনের ১৭৪ রান ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

৬ নম্বরে নেমে কপিল দেবের ১৭৫ রানের পর ক্লাসেনের এই ইনিংস ৫ বা এর পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। আর ২৫ ওভার বা এর পরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের ইনিংস ক্লাসেনের ১৭৪-ই। রেকর্ডময় ম্যাচে মিলার ৪৫ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।

ক্লাসেন-মিলার ঝড়ে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ সংগ্রহ ২০০৬ সালের বিখ্যাত সেই ম্যাচের ৪৩৮। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড। ১০ ওভারে ১১৩ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পান নি অ্যাডাম জাম্পা। লজ্জার রেকর্ডে নাম উঠেছে তাঁর।

জবাব দিতে নেমে শুরুটা খুব বেশি ভালো হয়নি অস্ট্রেলিয়ার। উদ্বোধনী জুটি ভাঙ্গে ১৬ রানের মাথায়। ট্রাভিস হেড ভালো শুরু পেলেও পরে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান। ১১ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। আহামরি ভালো করতে পেরেছেন কেবল অ্যালেক্স ক্যারি।

৭৭ বলে ৯৯ রানের লড়াকু ইনিংস খেলে একদম শেষ ব্যাটার হিসেবে আউট হন ক্যারি। এছাড়া ২৫ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন টিম ডেভিড। ৩৪.৫ ওভার শেষে ২৫২ রানের মাথায় অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৬৪ রানের রাজকীয় জয় পায় দক্ষিণ আফ্রিকা।

৫১ রানে ৪ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি আর ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। সিরিজে এখন ২-২ সমতা। আগামী ১৭ সেপ্টেম্বরের পঞ্চম ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। প্রথম দুই ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here