স্পোর্টস ডেস্কঃ দুর্নীতির প্রস্তাব পেয়েছিলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। দলের ভেতরের তথ্য প্রকাশ করার জন্য সিরাজকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সিরাজ বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিটকে (এসিইউ) জানিয়েছেন বিষয়টি।
গেল মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরুর কিছুদিন আগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ চলাকালীন সময়ে সিরাজের কাছে প্রস্তাব পাঠানো হয়। দলের ভেতরের তথ্য দেওয়ার জন্য সিরাজকে প্রস্তাব পাঠান এক ব্যক্তি।
তবে সেই ব্যক্তি কোনো বুকি বা বড় মাপের জুয়াড়ি ছিলেন না। ভারতের হায়দ্রাবাদের একজন ড্রাইভার ছিলেন। যিনি কিনা নিয়মিত ম্যাচে বাজি ধরতেন। তবে সেখানে হেরে বিপুল অর্থ খুইয়েছেন। এরপরই ভেতরের তথ্যের জন্য যোগাযোগ করেন সিরাজের সাথে। তাৎক্ষণিক সিরাজ দুর্নীতি দমন ইউনিটকে অবহিত করেছেন। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতারও করেছে।
বিসিসিআইয়ের এক বিশ্বস্ত সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘এটি কোনো বুকি ছিল না যে, সিরাজের সাথে যোগাযোগ করেছিল। হায়দ্রাবাদের একজন ড্রাইভার যিনি ম্যাচগুলোতে বাজি ধরতে আসক্ত ছিলেন। তিনি প্রচুর অর্থ হারিয়েছিলেন এবং দলের ভেতরের তথ্যের জন্য সিরাজের সাথে যোগাযোগ করেছিলেন।’
‘সিরাজ সাথে সাথেই অবহিত করেছে। আইন প্রয়োগকারী সংস্থাও লোকটিকে গ্রেফতার করেছে। আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।’ যোগ করে বিসিসিআইয়ের ঐ সূত্র।
এসিইউর পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য অসংখ্য কর্মশালার আয়োজন করা হয় এই প্রস্তাব নিয়ে। কেউ প্রস্তাব পেলে সাথে সাথেই জানানোর ব্যবস্থা আছে। তাই বাধ্যতামূলক জানাতে হবে সবাইকে। তবে কেউ না জানালে নিষেধাজ্ঞায় পড়তে হবে। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান জুয়াড়ির প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। যার মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা ছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post