স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ভারত বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মারনাস লাবুশানের জায়গা হয়নি সোমবার ঘোষিত দলে। আনক্যাপড লেগ স্পিনার তানভীর সাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডি পেয়েছেন জায়গা।
মূলত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হয়। আজ ক্রিকেট অস্ট্রেলিয়া ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যা পরবর্তীতে ১৫ সদস্যে পরিণত হবে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে অজিরা। এই সিরিজের পর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে তাসমান সাগরপাড়ের দেশটি।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ও বিশ্বকাপের ঠিক আগে ভারতে ওয়ানডে সিরিজের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রাথমিক দলও এটিই। অবশ্য অজিদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে চলতি মাসেই, টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ সেপ্টেম্বর।
এরপর প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নারদের ভারতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। এই সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তা জানিয়ে দিতে পারে সেপ্টেম্বরের শুরুতেই। এদিকে দল থেকে বাদ পড়া লাবুশানে ২০২০ সালের জানুয়ারিতে অভিষেক থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৮ ওয়ানডের ৩০টিই খেলেছেন।
তবে নামের সুবিচার করতে পারেন নি ব্যাটার লাবুশানে। বাজে ফর্মের খেসারত দিতে হলো তাকে। জায়গা হয় নি বিশ্বকাপ দলে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া বড় চমক দিয়েছে পেস বোলিং অলরাউন্ডার হার্ডি ও লেগ স্পিনার তানভিরকে দলে নিয়ে। দুজনই অবশ্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আলোচনায় ছিলেন। এবার সুযোগ পেলেন বড় মঞ্চে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সিরিজে দ্যুতি ছড়াতে পারলে বিশ্ব মঞ্চেও খেলার সুযোগ পেয়ে যেতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা এই দুই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টর অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post