স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকেও তিনশোর ভেতর আটকে ম্যাচ জমালো ইংল্যান্ড। যদিও দিন শেষে অজিরা প্রথম ইনিংস শেষ করেছে ১২ রানে এগিয়ে থেকে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ইংলিশরা করে ২৮৩ রান। জবাবে ২৯৫ রান করে গুটিয়ে গেছে সফরকারীরা।
১ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামা দুই অজি ব্যাটার উসমান খাজা এবং মার্নাস ল্যাবুশেনের জুটিকে পঞ্চাশ পেরোতে দেননি মার্ক উড। ল্যাবুশেন ৯ রান করে ফিরেন। খাজাকে ফিফটি স্পর্শ করতে দেননি স্টুয়ার্ট ব্রড। ৪৭ রানে ফিরে যেতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। টিকতে পারেন নি ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং অ্যালেক্স ক্যারিরা।
ব্যক্তিগত ৪৩ রানে জীবন পান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। রান আউটের সুযোগ থাকলেও জনি বেয়ারস্টো সঠিক সময়ে বেল ফেলতে না পারায় বেঁচে যান অভিজ্ঞ এই ব্যাটার। জীবন পেয়ে ৯৮ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। তবে ক্রিস ওকসের বলে আউট হওয়ায় সেঞ্চুরি পাওয়া হয় নি ৭১ রান করা স্মিথের।
টড মার্ফি-প্যাট কামিন্স মিলে যোগ করেন ৪৯ রান। ৩৯ বলে ৩৪ রান করা মার্ফি ফিরলে ভাঙে তাদের এই জুটি। শেষ ব্যাটার হিসেবে ৩৬ রান করা কামিন্স ফিরলে ২৯৫ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। তাতে ১২ রানের লিড পায় সফরকারীরা। ৬১ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ওকস। দুটি করে উইকেট নেন রুট, ব্রড ও উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০