অস্ট্রেলিয়া ‘এ’ দলে থাকবেন লাবুশানে

0
60

স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ভারত বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মারনাস লাবুশানের জায়গা হয়নি এই দলে। বাদ পড়া এই ব্যাটার ২০২০ সালের জানুয়ারিতে অভিষেক থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৮ ওয়ানডের ৩০টিই খেলেছেন। তবে নামের সুবিচার করতে পারেন নি তিনি। বাজে ফর্মের খেসারত দিতে হলো তাকে। জায়গা হয় নি বিশ্বকাপ দলে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক বেইলি জানান, মূলত এই ধারাবাহিকতার অভাবেই বাদ দেওয়া হয়েছে লাবুশানকে। সাবেক এই অজি তারকা বলেন, ‘এই সিদ্ধান্ত মূলত ফর্ম ভিত্তিক। আমরা জানি, নিজের সেরা ফর্মে থাকলে ওয়ানডে দলে একটি জায়গা ধরে রাখার মতো যথেষ্ট সামর্থ্য লাবুশানের আছে। তবে আমরা তাকে যে ভূমিকায় চাই, সেখানে তাকে যথেষ্ট ধারাবাহিক দেখতে পাইনি। বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পথে অন্যদের সামনে তাই সুযোগ কিছু ম্যাচ খেলার।’

বেইলি আরও বলেন, ‘লাবুশানের সঙ্গে আমাদের পরিষ্কার আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের অংশ হবে সে, যাতে সাদা বলের ক্রিকেটে কিছুটা মনোযোগ দিতে পারে। দক্ষিণ আফ্রিকায় যে স্কোয়াড যাচ্ছে, নিশ্চিতভাবেই বিশ্বকাপেও সেই স্কোয়াডই প্রাধান্য পাবে। তবে মার্নাসের যে বয়স, তার যে স্কিল সেট, আমার কোনো সন্দেহই নেই যে ভবিষ্যতে ওয়ানডে দলের অংশ সে হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here