স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করেছে। সেই দলে ফিরেছেন বাদ পড়া বাবর আজম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদীরা। তবে তারা অস্ট্রেলিয়া সফরের দলে থাকলেও জিম্বাবুয়ে সফরের দলে নেই।
পিসিবির সদস্যরা দুই দেশ সফরের জন্য ১৫ সদস্যের করে দল ঘোষণা করেছেন। দলে জায়গা দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করা ক্রিকেটারদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে বাদ পড়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে অস্ট্রেলিয়া সফরের দলে রেখেছেন নির্বাচকেরা।
অভিজ্ঞ রিজওয়ানকে শুধু জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে রাখা হয়েছে। ফখর জামান অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ে সফরের কোনো দলেই জায়গা পাননি। একই দিন এই ক্রিকেটার বাদ পড়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকেও। দল ঘোষণার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তারা অদলবদল নীতি অনুসরণ করে ঘরোয়া পারফরমারদের সুযোগ দিচ্ছে।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আমির জামাল, আরাফাত মিনহাস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান ও সাইম আইয়ুবরা। এক দিনের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন তারা। প্রথমবার টি-২০ দলে সুযোগ পেয়েছেন সালমান আগা। পাকিস্তানের সাদা জার্সিতে নিয়মিত মুখ তিনি।
পেস বোলার মোহাম্মদ হাসনাইনকে ফেরানো হয়েছে ওয়ানডে দলে। ঘরোয়া ক্রিকেটে বল হাতে দুর্দান্ত করেছিলেন। পেলেন তার পুরস্কার। তবে আরেক পেসার মোহাম্মদ আমিরকে কোনো সফরের কোনো দলেই রাখা হয়নি।
পাকিস্তান স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করবে ৪ নভেম্বর। ১৮ নভেম্বর শেষ হবে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর। এরপরই বাবর আজমরা ফিরবেন দেশে। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যাবেন আফ্রিকার দেশটিতে। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হবে ২৪ নভেম্বর, শেষ হবে ৫ ডিসেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০