অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের দলে মোরসালিন

0
35

নিজস্ব প্রতিবেদকঃ গত সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন শেখ মোরসালিন। জাতীয় দলের এই উদীয়মান তারকাকে সেই ঘটনায় ক্লাব জরিমানা করে। এবার তরুণ এই ফরোয়ার্ডকে ফেরানো হলো জাতীয় দলে।

মোরসালিনকে অস্ট্রেলিয়া সফরের প্রাথমিক দলে ডেকেছেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে লেবাননকে আতিথ্য দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আসন্ন দুই ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চন্দন রায়। প্রথমবার ডাক পেয়েছেন আবাহনীর মোহাম্মদ রহিমউদ্দিনও। জাতীয় দলের স্কোয়াডে এর আগে ডাক পেলেও এখনো অভিষিক্ত না হওয়া দিপক রায়, আরমান ফয়সাল, মেহেদী হাসান শ্রাবনরা আছেন এবারের স্কোয়াডেও। লম্বা বিরতি দিয়ে ফিরেছেন আবাহনীর রিয়াদুল হাসানও।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড-

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম ও মেহেদী হাসান শ্রাবণ ।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, আলমগীর মোল্লা ও হাসান মুরাদ।

মিডফিল্ডার: সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মো. রিদয়, রবিউল হাসান, মজিবর রহমান জনি, চন্দন রায়, শেখ মোরসালিন ও জায়েদ আহমেদ।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম, রহিম উদ্দিন, দীপক রায়, আরমান ফয়সাল আকাশ ও মোহাম্মদ ইব্রাহিম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here