স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন এই সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। এর আগে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন টি-টোয়েন্টিতে।
ডেভিড ওয়ার্নার-ম্যাথ শর্ট খেলবেন অজিদের ওপেনার হিসেবে। নেই স্টিভেন স্মিথ-প্যাট কামিন্স-মিচেল স্টার্করা। বিশ্রামে রাখা হয়েছে তাদেরকে। ম্যাক্সওয়েলের সাথে দলে ফিরেছেন নাথান এলিসও। ক্যারিবিয়ানদের বিপক্ষে অজিদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে হোবার্ট, অ্যাডিলেড ও পার্থে। আগামী ৯ ফেব্রুয়ারি সিরিজ শুরু হবে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথ শর্ট, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post