স্পোর্টস ডেস্ক:: দেশের বিভিন্ন ইনডোরে স্থাপনের জন্য অস্ট্রেলিয়া থেকে বিশেষ প্রযুক্তির টার্ফ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের ইনডোরে টার্ফগুলো স্থাপন হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। মিরপুরে যদি অস্ট্রেলিয়া থেকে আনা বিশেষ প্রযুক্তির টার্ফ স্থাপন করা হয়, তবে সেখানকার টার্ফগুলো চট্টগ্রাম, রাজশাহী বা বগুড়াতে নিয়ে যাওয়া হবে।
তবে অস্ট্রেলিয়া থেকে আনা বিশেষ প্রযুক্তির ওই টার্ফ চট্ট্রগ্রাম বা অন্য শহরগুলোতে দেওয়ার সম্ভাবনাই বেশি। কেননা মিরপুর ইনডোরে টার্ফ আছে। এর বাইরে বিসিবির একাডেমি মাঠেও তৈরি করা হচ্ছে ‘গ্রিনহাউস’। যেখানে বছরের যে কোনো সময় দিনে বা রাতে নির্বিঘ্নে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে আনা বিশেষ প্রযুক্তির ওই টার্ফ ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে আছে টার্ফগুলো। টার্ফগুলো কোথায় যাবে সেটি এখনো নিশ্চিত নয়।
বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম একটি গণমাধ্যমকে বলেন, ‘টার্ফগুলো মিরপুরেও ব্যবহৃত হতে পারে আবার চট্টগ্রাম, খুলনা, বগুড়া বা রাজশাহীর ইনডোরেও ব্যবহৃত হতে পারে। মিরপুরে ব্যবহৃত হলে মিরপুরের টার্ফগুলো অন্য ইনডোরগুলোতে স্থাপন করা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post