স্পোর্টস ডেস্কঃ স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ভারত সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথমটি আগামী ২৪ সেপ্টেম্বর মোহালিতে অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর ইন্দোরে দ্বিতীয়টিতে লড়বে দল দুটি। আর ১ অক্টোবর রাজকোটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
কবজির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি স্মিথ। তবে ভারত সফর ও বিশ্বকাপকে সামনে রেখে কবজির ব্যথা কমাতে ইনজেকশন নিয়েছেন তিনি। যার ফলে তাঁকে নিয়েই ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে কুঁচকির চোটে পড়ে ছিটকে যেতে হয়েছিল বাঁহাতি পেসার স্টার্ককে। ভারত সফরের অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন তিনিও। ফেরানো হয়েছে ম্যাক্সওয়েলকেও। তবে নেই ট্রাভিস হেড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় চোটে মাঠ ছাড়তে হয় দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে।
হেডের বদলি হিসেবে ভারত সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ম্যাথু শর্ট। ১৮ সদস্যের দলে আছেন মার্নাস ল্যাবুশেনও। দলে জায়গা পাননি অ্যারন হার্ডি, টিম ডেভিড ও মাইকেল নেসার। পেসার স্পেন্সার জনসন ও মার্নাস ল্যাবুশেন অবশ্য আছেন ১৮ সদস্যের দলে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০