স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের প্রোটিয়া দলে প্রথমবার ডাক পেয়েছেন ডেওয়ান্ড ব্রেভিস। যিনি ‘বেবি এবি বা ছোট এবি ডি ভিলিয়ার্স’ নামে পরিচিত।
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে এরই মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে ফেলেছেন ব্রেভিস। ডানহাতি এই ব্যাটারের এবার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দরজাও খুলে গেল। এর আগে গত জুনে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন তিনি।
ঘোষিত দলে নতুন মুখ আছেন আরও দুইজন-ব্যাটার ডোনাভান ফেরেইরা ও ম্যাথু ব্রিটসকি। দুই জনকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। এই ফরম্যাটের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, কাগিসু রাবাদা ও এনরিক নরকিয়াকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যা ৩০ আগস্ট শুরু হবে। ৭ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। ১৭ সেপ্টেম্বর ওই সিরিজ শেষ করে ভারতে এসে আবার ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটসকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, ডোনাভান ফেরেইরা, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রাসি ফন ডার ডাসেন।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post