নিজস্ব প্রতিবেদকঃ গত বছরের মার্চে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দেওয়া হয় অ্যালান ডোনাল্ডকে। দক্ষিণ আফ্রিকান এ কোচের সঙ্গে বিসিবির চুক্তি ৩০ নভেম্বর শেষ হবে। এতদিন তার চুক্তি নবায়ন নিয়ে হয়েছে নানা জল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজে থেকেই বিদায় বলে দিলেন সাবেক এই প্রোটিয়া তারকা।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। ঐ কর্তা বলেন, ‘হ্যাঁ, উনি (ডোনাল্ড) আমাদের কাছে টিম মিটিং চলার সময় জানিয়েছেন, তিনি আর বিশ্বকাপের পর আমাদের সঙ্গে থাকবেন না।’
এর আগে ডোনাল্ড শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে সমালোচনা করেছিলেন। যা আসলে দলের বিপক্ষে গেছে। এনিয়ে বিসিবি ডোনাল্ডের ওপর নাখোশ। গুঞ্জন ছিল বিশ্বকাপ শেষে কারণ দর্শানো লাগতে পারত তাঁর। তবে আগেই বিদায় বলে চলে যাচ্ছেন তিনি! আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচের পর ভারত থেকেই দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন ডোনাল্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০