নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে সবার আগে বাদ পড়া বাংলাদেশের পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে। সোমবার দিল্লিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। তাতে পয়েন্ট তালিকায় টপকে সাতে উঠে এসেছে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে গেলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি একটি করে ম্যাচ।
শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে সাত নম্বরে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেট বেড়ে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার উপরে উঠে গেছে টাইগাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে। টাইগাররা নিজেদের সবশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বাংলাদেশকে আশাবাদী করেছে কি না, জানতে চাইলে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় আজকের (গতকাল) ম্যাচটা আমাদের একটু হলেও আত্মবিশ্বাস দেবে। ড্রেসিংরুমটা একটু হলেও শান্ত হবে। আরেকটু ভালো খেলতে সাহায্য করবে। তবে অস্ট্রেলিয়া অবশ্যই অনেক ভালো দল। শিরোপাপ্রত্যাশী। আমাদের আজকের (গতকাল) ম্যাচটা ভালো ছিল।
সাকিব আরও বলেন, ‘এটা ধরে রাখতে পারলে আমরা ভালো একটা ম্যাচ খেলতেও পারি। আমাদের বিশ্বাস আছে, এই জয়টা সাহায্য করবে সে জন্য। আরেকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি জিতি তাহলে মোটামুটি হয়তো শিউর থাকব আমরা কোয়ালিফাই করব (চ্যাম্পিয়ন্স ট্রফি)। তাই আমাদের জন্য বাঁচা-মরা পরিস্থিতি। আমরা চেষ্টা করব সবকিছু দিয়ে ম্যাচটা জেতার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০