স্পোর্টস ডেস্কঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। দারউইনে রোববার সকালে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭০ রান করে সফরকারীরা। জবাবে ১৫.২ ওভারে ৯৩ রানেই অলআউট হয় মেলবোর্ন রেনেগেডস একাডেমি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এইচপি। এরপর অধিনায়ক আকবর আলিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন চারে নামা পারভেজ হোসেন ইমন। ১৮ বলে ২১ রান করে আকবর আউট হলে ভাঙে জুটি। এরপর পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারি মিলে যোগ করেন ৫১ রান। ৪৮ বলে ৭ চার ও ২ ছয়ে ৬৯ রান করে আউট হন ইমন। দারুণ ব্যাটিংয়ের পর ইমন বললেন নিজের ধারায় ব্যাট করেই পেয়েছেন রানের দেখা।
ম্যাচ শেষে ইমন বলেন, ‘চেষ্টা ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রসেসে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা আগে আগে উইকেট হারিয়েছি। তারপর চেষ্টা করেছি অবস্থা বুঝে ব্যাটিং করার। অবশ্যই এটা আমাদের জন্য ভালো একটি জয় ছিল। টুর্নামেন্টের শুরুতেই আমরা ভাল একটি জয় পেয়েছি। এই জয় নিয়ে সামনের ম্যাচগুলোতে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বাকি ম্যাচগুলোতে জয় উপহার দিতে। অবশ্যই আমাদের ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। দেশের বাইরে এবারই আমরা এসেছি এরকম একটা টুর্নামেন্ট খেলতে। বিগব্যাশের টিম ছিল এখানে। ওদের সাথে ভালোভাবে জিতেছি, এই অভিজ্ঞতা সামনে কাজে লাগবে।’