নিজস্ব প্রতিবেদকঃ আহমেদাবাদে আজ বিশ্বকাপের ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ক্যালেন্ডারের হিসেবে বিশ বছর পর আবার এই দু’দল ফাইনাল খেলতে নামছে। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল তারা। রিকি পন্টিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সেবার ৩৫৯ রান করে আগে ব্যাট করা অজিরা। জবাবে ২৩৪ রানে থেমে যায় ভারত। অস্ট্রেলিয়া জেতে তাদের তৃতীয় শিরোপা।
রোববারের ফাইনাল শুরুর আগে আহমেদাবাদের পিচ বা টস নিয়ে ভাবছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতলেন নাকি জিতলেন না, পিচ ব্যাটিং নাকি বোলিংবান্ধব হলো—এটা কোনো ব্যাপার নয় তাঁর কাছে। অস্ট্রেলিয়া দল সবকিছুর জন্যই তৈরি। শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান দীর্ঘদেহী এই পেসার। কামিন্স বলেন, ‘আমার মনে হয়, এখানে টস গুরুত্বপূর্ণ নয়। যেমনটা মুম্বাইয়ের ক্ষেত্রে বা অন্য ভেন্যু সম্পর্কে বলা হয়। তাই তারা যা–ই আমাদের দিক না কেন, আমরা সবকিছুর জন্য তৈরি থাকব। দেখি এরপর কী হয়। কিন্তু নিশ্চিত করেই আমাদের কিছু পরিকল্পনা থাকবে।’
পিচ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘হ্যাঁ, একবার মাত্র তাকিয়েছি। আমি পিচ খুব বেশি ভালো বুঝি না। কিন্তু এটাকে ভালোই মনে হয়েছে। দেখলাম, তারা মাত্র পানি দিয়েছে। তাই আরও ২৪ ঘণ্টা সময় যাক, এরপর দেখা যাবে। কিন্তু এটাকে ভালো উইকেটই মনে হচ্ছে।’