নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)। শুরুতে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হচ্ছে। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে গিয়ে একটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও সেবার টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র (একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল) করেছিল জ্যোতির দল। সেই সিরিজে দারুণ পারফর্ম করেছিল দলের টপ অর্ডার ব্যাটাররা।
এর আগে, গত বছরের জুলাইতে ঘরের মাঠে ভারতকে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে (বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে একটি ম্যাচ টাই হয়েছিল) জ্যোতির দল। সেই সিরিজে দারুণ পারফর্ম করে বাংলাদেশের বোলাররা।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাই বেশ আত্মবিশ্বাসী জ্যোতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের শক্তির কথা যদি বলি, তাহলে সাউথ আফ্রিকায় যখন খেলে এসেছি আমাদের ব্যাটিংটা বেশ শক্তিশালী মনে হয়েছে। আবার হোমে ভারত ও পাকিস্তানের সঙ্গে যখন খেললাম তখন বোলিংটা স্ট্রং মনে হয়েছে। এটা আসলে গুড সাইন যে দুই বিভাগই ভালো অবস্থানে আছে। এখন ব্যাপার হলো যে কালকের ম্যাচে কোন বিভাগ দলের জন্য বেশি অবদান রাখে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post