স্পোর্টস ডেস্ক:: মাত্র কয়েকটা দিন বাদেই মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ। ওয়ানডে ও টি-২০ সিরিজ শুরুর আগে বড় একটা ধাক্কা খেলো ইংল্যান্ড। সীমিতি ওভারের অধিনায়ক জস বাটলার সিরিজ শুরুর আগে হারিয়েছে দলটি।
চোটে পড়ে দল থেকে বাদ পড়েছেন জস বাটলার। তার বদলে এবার টি-২০ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট। আগামি ১১ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের টি-২০ সিরিজ। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।
শেষ মূহুর্তে এসে ইনজুরির কারণে টি-২০ সিরিজে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক জশ বাটলার। তার বদলে বিশ ওভারের সিরিজে ফিল সল্টকে অধিনায়ক ঘোষণা করেছে ইসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০